ফ্ল্যাপে লিখা কথা
ধনী পরিবারের সুদর্শন যুবক ডোরিয়ান গ্রে। তার প্রতিকৃতি এঁকে খ্যাতি পেতে চায় বন্ধু বাসিল। ছবি আঁকা শেষ হলে ডোরিয়ানের জীবন পাল্টে যেতে শুরু করে। বন্ধু হেনরি উটনের প্ররোচায় আমৃত্যু যৌবনের প্রার্থনা করে সে। বিনিময়ে বার্ধক্যের দিকে এগোতে শুরু করে তার ছবির মানুষটি। অতি আত্মবিশ্বাসের ফলে ডোরিয়ান জড়িয়ে পড়ে নানামুখী অপরাধের সাথে। সেই সব অপরাধের চিহ্নও ফুটে উঠতে থাকে তার ছবিতে। ডোরিয়ান কি পারবে সব অপরাধেরর চিহ্ন মুছে ফেলে সুস্থ জীবনে ফিরে আসতে?