ফ্ল্যাপে লিখা কথা
এই উপন্যাস এক দুর্দান্ত কিশোরকে নিয়ে। সবকিছুতে একটা রহস্য খুঁজে ফেরা এই কিশোর নিজের অজান্তে জড়িয়ে যায় এক ভয়ংকর বিপদে।
উপন্যাসের অধ্যায়ে রয়েছে রহস্য আর অভিযানের গন্ধ। ‘হিমু ইজ এ গুড বয়’-পড়া শুরু করলে তোমাদের শেষ না করে উঠতে মান চাইবে না …………