“পিটার প্যান” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
পিটার প্যান এমনই এক ছেলে যার বয়স কখনাে বাড়ে না। সে থাকে নেভারল্যান্ড নামক রূপকথার এক রাজ্যে। ওয়েন্ডি, জন আর মাইকেল তিন ভাইবােনই পিটার প্যানকে নিয়ে স্বপ্ন দেখে। একদিন রাতে পিটার তিন ভাইবােনকে উড়িয়ে নিয়ে গেল নেভারল্যান্ডে তার বন্ধুদের কাছে। সেখানে হাসি, মজা আর আনন্দের পাশাপাশি আছে ভয়াবহ জলদস্যুর দল। এই জলদস্যুদের সর্দার হচ্ছে পিটারের চিরশত্রু ক্যাপ্টেন হুক। নেভারল্যান্ডের কর্তৃত্ব নিয়ে দুজনের মধ্যেই চলে প্রতিদ্বন্ধিতা। দেখা যাক, শেষ পর্যন্ত কে হয় নেভারল্যান্ডের শাসনকর্তা।