“ক্ষুদে গোয়েন্দা জিসানের অভিযান” বইটির ফ্ল্যাপে লেখা কথাঃ জিসানের অভিযান সম্পূর্ণ গোয়েন্দা কাহিনী। ক্ষুদে গোয়েন্দা জিসান এক ভয়ঙ্কর ডাকাতদলকে পাকড়াও করার জন্য দুঃসাহসিক অভিযানে নামে। বুদ্ধি আর সাহস দিয়ে জিসান একটার পর একটা বিপদ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। সঙ্গী তারই সমবয়সী কয়জন কৌতুহলী কিশোর। আশা করি বইটি শিশু-কিশোরদের খুবই ভালো লাগবে।
লেখক পরিচিতিঃ যাযাবর স্বপন, জন্ম ২৬ ফেব্রুয়ারী। কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানার শ্যামপুর গ্রামে। | প্রায় তিন দশক ধরে লেখালেখির সঙ্গে জড়িত।। ছোট গল্প ও কবিতা দিয়ে সাহিত্যে তার পদচারণা শুরু। সাংবাদিকতা করার সময়ে বিভিন্ন বিষয়ে লিখেছেন এবং লিখছেন। মজাদার বিষয়ে লেখায় তিনি সিদ্ধহস্ত।
তার প্রকাশনার মধ্যে রয়েছে পত্রিকায় প্রকাশিত কলাম। নিয়ে “জনপ্রিয়দের মজার ঘটনা” কাব্যগ্রন্থ “গোপন অপরাধ” মুক্তিযুদ্ধ ভিত্তিক বই “বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও শিশুদের জন্য ভূতের বই “ডিজিটাল ভূত”। বর্তমানে তিনি পেশায় টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা। তিনি । সেখানেও রেখেছেন সৃজনশীলতার স্বাক্ষর। একই সঙ্গে তিনি দক্ষ সংগঠকও। এখন লেখালেখি তার নেশা। স্ত্রী জেসমিন আরা লাভলী ও সন্তান জিসান ওয়াসিফকে নিয়ে তার পথচলা।