ফ্ল্যাপে লিখা কথা
‘ও বুঝেছি। দুজন মানুষ ডিলিট হয়ে গেল তো, তাই।’
‘কী বলছো তুমি, ডিলিট? ঝাঁঝালো প্রতিক্রিয়া দেখায় মুন, ‘বলো রিডিউস। কমানো’।
‘একই তো কথা হলো।’
‘না, একই কথা নয় ‘ দাঁতে দাঁত চেপে দৃঢ়ভাবে বলে মুন, ‘হিউম্যান বিং ক্যান নট বি ডিলিটেড’।
বিজ্ঞান এভাবেই মানবিক হয়ে ওঠে ‘ডিলিট’ গল্পে। “কিংবা ধরা যাক ‘একটু অক্সিজেন দেবেন ভাই’? গল্পে কথা”। ‘পৃথিবী আর সৌরজগতের এতকিছু বদলেছে। শুধু একটা জিনিস বদলাইনি। ভিক্ষা করা। … অবশ্য মানুষ আগে টাকা,পয়সা ,খাবার দাবার ভিক্ষা করত। আর অক্সিজেন’।
বিজ্ঞান কল্পকাহিনীগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর যথেষ্ট পাঠক প্রিয়তা পেয়েছে। রহস্যটা সম্ভবত তাদের মানবিক গল্প হওয়ার মধ্যেই।
’বিজ্ঞান কাঠখোট্র জগতে বন্দী না থেকে হয়ে উঠেছে নিত্যদিনকার পরিচিত জিনিসপত্র । চারপাশের চেনা ঘটনা।
সূচি
* স্বয়ংসম্পূর্ন বৃক্ষ
* বৈকালিক ভ্রমণ
* বিপরীত বিবর্তনবাদ
* একটু অক্সিজেন দেবেন ভাই?
* সেরা জীব
* পিপুনের চোখে পৃথিবী
* পোষা মানুষ
* নিকুচি করি
* রূপকথার ফিউচার
* ষনুমা
* শেষ বংশধর
* সখুতের সন্ধানে স্মৃতি মোচন
* ডিলিট