গহিন অরণ্যের ডাক্তার (বড়)

৳ 80.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789842010293
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২০
সংস্কার 1st Published, 2012
দেশ বাংলাদেশ

একাধারে চিকিৎসক, দাশনিক ও শিল্পী আলবার্ট সোয়াইটজার তাঁর জীবন কাটিয়েছেন আফ্রিকার গহিন অরণ্যে আর্ত মানবতার সেবায়। ১৯৫৩ সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। গহিন অরণ্যের ডাক্তার-এ সেই মানবতাবাদী দার্শনিক ও ডাক্তারের জীবন ও কাজের পরিচয়ই মর্মস্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে। মূলত কিশোরদের জন্য তাদের উপযোগী করে লেখা হলেও সব বয়সী পাঠকদেরই বইটি আকৃষ্ট করবে এবং মানুষ তথা প্রাণীজগতের প্রতি দায়বোধ ও এক আদর্শবাদী জীবনভাবনায় তাদের উদ্বুদ্ধ করবে বলে আমাদের ধারণা। মোরশেদ শফিউল হাসানের (জ. ১৯৫৩) পরিচয় প্রধানত প্রাবন্ধিক, গবেষক ও সমালোচক হিসেবে হলেও, ছোটদের জন্যও তিনি নিয়মিত লিখে থাকেন। কিশোরদের জন্য তাঁর উল্লেখযোগ্য বই অবাক নাম ভিয়েতনাম, ফরাসি বিপ্লবের কথা, সেরা মানুষ বড় কাজ, জানতে হলে পড়তে হবে প্রভৃতি।

মােরশেদ শফিউল হাসান প্রাবন্ধিক, সমালােচক, গবেষক ও কবি। জন্ম: ১৯৫৩ সালের ২১ মার্চ (৭ চৈত্র ১৩৬০)। লেখাপড়া করেছেন চট্টগ্রামের পলােগ্রাউন্ড রেলওয়ে স্কুল, সরকারি কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম সরকারি কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। দেশের বিভিন্ন সরকারি কলেজে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সরকারি বিজ্ঞান কলেজ ঢাকার অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণের পর বর্তমানে একটি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত আছেন। কর্মজীবনের শুরুতে বেশ কিছুকাল বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। দৈনিক গণকণ্ঠ ও বাংলার বাণীর সহকারী সম্পাদক ছিলেন। এখনও দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। স্বনামে ও বেনামে এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধশতের অধিক। লেখাকে পেশা বা নেশা কোনােটাই নয়, সামাজিক দায় পালনের উপায় বলে মনে করেন। দলীয় ও গােষ্ঠী আনুগত্যের বাইরে স্বাধীন চিন্তার জন্য পরিচিত।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ