পরির নাম নিকিতা

৳ 135.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789842010439
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৪
সংস্কার 1st Published, 2012
দেশ বাংলাদেশ

ফুল, প্রজাপতি, রঙিন পাখি আর ছোট্ট মেয়ে তিতলিকে নিয়ে গড়ে উঠেছে এ বইয়ের গল্পগুলো। পরির নাম নিকিতা, কাকতাড়–য়া, শায়লা আর দোয়েল, তিতলির পরি বন্ধু, প্রজাপতি আর রঙিন পাখিÑএই পাঁচটি গল্প আলাদা আলাদা কাহিনী নিয়ে তৈরি হলেও সবগুলোর মধ্যে রয়েছে এক অভিন্ন সুরÑপ্রকৃতির জন্য ভালোবাসা। অদ্ভুত এক ভালোলাগার আকর্ষণে শিশুরা গল্পগুলো পড়বে। ওদের কাছে এগুলো শুধুই গল্প। তবু কাহিনী শেষ হয়ে গেলে মনের মধ্যে রয়ে যাবে ফুল-পাখি-গাছেদের জন্য ভালোবাসা।

Jahirul Islam- জন্ম ৩০ মে ১৯৬৯, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। শৈশব-কৈশোর কেটেছে মঠবাড়িয়ার অপরূপ প্রাকৃতিক নৈসর্গের ধুলোবালি, কাদাজল গায়ে মেখে। বাবা মৃত আনছার উদ্দিন আহমেদ, মা পিয়ারা বেগম। পেশা সাংবাদিকতা। বর্তমানে দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদনা বিভাগে কর্মরত। এর আগে কাজ করেছেন দৈনিক জনকণ্ঠ, আমার দেশ এবং সকালের খবর পত্রিকায়। শিশু-কিশোর উপযোগী গল্প, উপন্যাস রচনা এবং অনুবাদ ছাড়াও পত্রপত্রিকায় ছোটগল্প, ফিচার ও নিবন্ধ লিখে থাকেন তিনি। তবে তার মূল ভাবনা শিশু-কিশোরদের নিয়েই। ছোট্ট সোনামণিদের জন্য সহজ-সরল গল্প এবং ছোট থেকে বড় সব বয়সের শিশু-কিশোরদের জন্য গল্প-উপন্যাস রচনা, অনুবাদসহ তাদের পাঠোপযোগী সব ধরনের প্রকাশনার আলাদা এক ভুবন গড়ে তোলার উদ্দেশ্য রয়েছে তার। জহিরুল ইসলাম বিশ্বাস করেন, শিশুমনে সুন্দর কিছু গেঁথে দিতে পারলে তার রেশ থেকে যায় আজীবন। সে লক্ষ্যেই তার লেখালেখি। লেখালেখি ছাড়াও ভাসমান শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে গড়ে তুলেছেন ‘শিশুদের জন্য সুন্দর পৃথিবী’ নামে একটি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ