ফ্ল্যাপে লেখা কিছু কথা
২০০৭ এর একুশের বইমেলা ‘গান্ধী মিশন ডায়েরি’ প্রকাশের পর কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যায়। ২০১১-র জানুয়ারিতে কলকাতা থেকে প্রকাশিত হয় ভারতীয় সংস্করণ ‘নোয়াখাল গান্ধী মিশন ডায়েরি’ নামে। ভারতীয় সংস্করণ পকাশ করে প্রকাশনা সংস্থা কথা, ই/৪ রামগড়, কলকাতা। নোয়াখালী গান্ধী মিশনের এই দুর্লভ ডায়েরি সাধারণ পাঠক, গান্ধী অনুরাগী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। এতে এমন কিছু তথ্য রয়েছে যা মহাত্মা গান্ধীকে জানবার জন্যে অপরিহার্য তাঁর পূর্ণাঙ্গ জীবনী রচনার জন্যে অত্যাবশ্যক। ভারত থেকে গান্ধী মিশন ডায়েরি’-র ইংরেজি, হিন্দী ও গুজরাতী সংস্করণ প্রকাশের ব্যবস্থা হয়েছে। ইংরেজি ও হিন্দী সংস্করণ প্রকাশিত হবে দিল্লী এবং গুজরাতী সংস্করণ বের হবে আহমেদাবাদ থেকে। শিগগিরই ওই তিন সংস্করণ প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো ৩০ জানুয়ারি ২০১২, গান্ধীজীর ৬৪ তম শাহাদত বার্ষিকীতে। প্রথম প্রকাশ ইফতেখার আমিন তাঁর শব্দশৈলী থেকে বের করলেন দ্বিতীয় সংস্করণ। তাঁকে জানাই ধন্যবাদ।
সৈয়দ আবুল মকসুদ