“লাতিন আমেরিকার কবিতা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
১৯২০ সালে লাতিন আমেরিকা স্পেনের প্রত্যক্ষ ঔপনিবেশিক অধিকার থেকে মুক্ত হয় এবং তখন থেকেই এখনকার নতুন ইতিহাস নিজস্ব নিয়মেই শুরু করে তার পথ চলা। প্রকৃতপক্ষে স্বাধীনতার সময় থেকে বর্তমান পর্যন্ত লাতিন আমেরিকান কবিরা কোনাে বিশেষ দেশের সীমানায় নিজেদের আবদ্ধ রাখেননি, গােটা মহাদেশটিকে কল্পনায় রেখেই তারা কবিতা রচনা করেছেন। এই কবিতা শেষপর্যন্ত হয়ে উঠেছে লাতিন আমেরিকার কাব্য মেলা’ । স্বপ্নের মধ্য দিয়ে এক-একজন কবি দেখতে পান তাঁদের নিজের নিজের পৃথিবীকে। কেমন সেইসব পৃথিবী? আর কেমন সেইসব স্বপ্ন—গত এক শতাব্দীর লাতিন আমেরিকান সেইসব কবির স্বপ্ন এবং তাদের স্বপ্নের পৃথিবী থেকে একগুচ্ছ নির্বাচিত রচনা নিয়েই এই পর্ব।