“যে নামেই ডাকি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
‘যে নামেই ডাকি’ মুস্তাফা জামান আব্বাসীর প্রভুদর্শন :
‘কতটুকুই বুঝি, কতটুকুই জানি। কিছুদিন গান গেয়ে চলে গেলাম। পিতার গীত ‘আল্লাহ আমার প্রভু’, ‘আল্লাহ নামের বীজ বুনেছি’ কবি গােলাম মােস্তফা, কাজী নজরুল ইসলামের লেখা গানগুলাে গেয়েছি বহুবার রেডিও টিভিতে ও অন্য অনুষ্ঠানে। চেষ্টা করেছি বুনে চলা সে নাম নিজ হৃদয়ে।…
‘জীবন এত বেশি সংকটময় যে কিছুতেই খুঁজে পাওয়া যায় না সরল জীবন ও মুক্ত আনন্দ। কোন না কোন অসুবিধায় বাঁধা সবাই। পরিত্রাণের জন্যে খুঁজে ফিরছি পথ, যা দেরে মক্তির সন্ধান। আপনা থেকেই মুক্তি আসবে তা সম্ভব নয়। আবার সবার মুক্তি একই পথে হবে তাও নয়, যেমনটিরােগমুক্তির ঔষধ আলাদা। জগতে নানা পথ নানা মত। কোনটি আপনার খুঁজে বের করতে হবে। আমার প্রভু আমার, অন্যের প্রভু তার, অথচ প্রভু একজনই, নাম আলাদা।