সাহিত্যের কোনো ব্যাখ্যা হয় না; বিচার তো নয়-ই। এই গ্রন্থর প্রবন্ধগুলিতে সেই কথাটাই জোরেশোরে বলার চেষ্টা করেছেন জাকির তালুকদার। প্রবন্ধগুচ্ছে সমাজসাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ অবতারণা লক্ষণীয়। গল্প এবং উপন্যাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি ভিন্ন ধাঁচের প্রবন্ধ ও মুক্তগদ্য। সাহিত্যব্যাখ্যা ও বিচারের নামে যেসব নন্দনতাত্ত্বিক ও সাহিত্যতাত্ত্বিক প্রপঞ্চ বিভিন্ন সময় টেনে আনা হয়ে থাকে, সেগুলিকেই বরং বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর একটি প্রবণতাও খুঁজে পাওয়া যাবে বর্তমান গ্রন্থটিতে।