“অরণ্যে যুদ্ধ (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
“… পুলিশ ওড়িশ্যার কলিঙ্গানগর এবং ঝাড়খণ্ডের। বলিতুথা ও পটকোতে গ্রামের পর গ্রাম অবরােধ করে। রেখে টাটা, জিন্দাল ও পসকো কর্তৃক তাদের ভূমি। দখল হয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদরত হাজার হাজার। গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে। দান্তেওয়ারায়। মাওবাদীদের হাতে বেসামরিক ব্যক্তিদের নিহত। হওয়ার ঘটনায় যেসব বিশ্লেষক ও আলােচক বেদনাহত হয়েছেন তাদের অনেকেই কিন্ত নিজ নিজ বক্তব্যে সেই ঘটনাটির উল্লেখ করেননি। জমি দখলের। প্রক্রিয়া এখনাে অব্যাহত আছে। সেদিন পুলিশি ঘেরাওয়ের কারণে আহতদের হাসপাতালে নিয়ে। যাওয়া যায়নি। টেলিভিশনের ভিডিও চিত্রে দেখা। গেছে, শত শত সশস্ত্র দাঙ্গা পুলিশ সাধারণ। গ্রামবাসীদের প্রতিরােধের সম্মুখীন হচ্ছে। সেসব । গ্রামবাসীর কারাে কারাে হাতে তীর-ধনুকও ছিল।। অপারেশন গ্রিন হান্ট সাধারণ মানুষের একটি উপকার। অন্তত করেছে। এটি তাদের চোখ খুলে দিয়েছে।। গ্রামের শিশুরাও জানে, পুলিশ কোম্পানিগুলাের হয়ে কাজ করে। আর অপারেশন গ্রিন হান্ট মাওবাদীদের বিরুদ্ধে কোনাে যুদ্ধ নয়। এই যুদ্ধে গরিব মানুষের ০ বিরুদ্ধে যা ঘটছে তার কোনােটাই ছােটখাটো ব্যাপার নয়। আমরা দেখতে পাচ্ছি একটি গণতন্ত্র কিভাবে ‘ নিজেই নিজের ওপর চড়াও হচ্ছে এবং নিজের অস্থিমজ্জা নিজেই চিবিয়ে খাচ্ছে। তবে বিস্ময়াভিভূত হয়ে এটাও দেখছি, সেই অস্থিমজ্জারা উদরস্থ হতে চাইছে না।”