ফ্ল্যাপে লিখা কথা
রফিকুর রশীদের কিশোর গল্প মানেই একটুখানি দেশের ছোঁয়া, মাটির পরশ, নদীর স্রোত, মেঘের ছায়া, একটুখানি ফুলের গন্ধ, পাখির কাকলি এ সব কিছু মাখামাখি হয়ে থাকবেই। সেই সঙ্গে কিশোর মনের রঙিন পাতায় স্থায়ীভাবে দাগ কেটে যাওয়া দাদুবাড়ি নানুবাড়ির অমল ধবল রোদমাখা স্মৃতি নিয়েও কত না গল্পের জাল বোনা!
বিচিত্র বর্ণেবর্ণিল কিশোরবেলা। স্বপ্নময় কিশোর ভূবন। কত না উৎসাহ উদ্দীপনা কৌতূহল! কত না অনুভূতিপ্রবণ সংবেদনশীলতা! কৈশোরের বেশির ভাগ সময় কাটে ইশকুলে। বন্ধুদের সঙ্গে হই চই, খেলাধুলা, লেখাপড়া,দুষ্টুমি , এমন কি টিচারদের সঙ্গে অম্লমধুর সম্পর্ক- এ সবই অত্যন্ত চমৎকারভাবে উঠে আসে রফিকুর রশীদের কিশোরগল্পেভ কিশোরগল্প কিশোরদের, মানে ছোটদেরই গল্প। তাই বলে বড়দের প্রবেশে বাধা নেই মোটেই। ওটা করে বড়রা। পাত ওল্টানো দূরের কথা, বড়দের অনেক বই ছোটদের ছুঁয়ে দেখতেও মানা। ছোটদের জগত এমন বিশ্রী নিষেধাজ্ঞান পাঁচিল কোথাও নেই। যে কেউ বুক ফুলিয়ে প্রবেশ করতে পারে এ রাজ্যে। সবার জন্যে সব দরজা জানালা এখনো খোলা। ‘বিজয় দেখার দিন’ প্রধানত দেশাত্নবোধক কিশোরগল্পের অনবদ্য সংকলন । এখানে একুশ, স্বাধীনতার বিজয় দিবস-জাতীয় পতাকা-স্মৃতিসৌধ সবই আছে গল্পের আদলে এবং গল্পের আড়ালে ; গল্পকে ছাপিয়ে এসব কিছুতেই প্রকট হয়ে ওঠেনি। গল্প থেকেছে গল্পের মতোই, কিশোরমনের রঙে ও রেখায় আঁকা নানা রঙের কিশোরগল্প।