দুপুরের পর জনসভা হবে।
এ কথা পত্র-পত্রিকায়, প্রচার যন্ত্রে কয়েকদিন ধরে প্রচার করা হয়েছিল। এইজন্য আজ মিছিল আসছে।
তবে নির্দিষ্ট সময়ের আগে জনসভাস্থলে মিছিল আসায় উৎসুক জনতা বিস্মিত। তারা বুঝতে পারছে না এমন খাঁ খাঁ রৌদ্রে বিরাট মাঠে এ সময়ে লােক আসতে পারে।
আমাদের দেশে মিছিল মিটিং মূলত বিকেলে হয়। দিনের কাজ সেরে অবসর সময়ের ভিতরে মানুষ প্রয়ােজনে অপ্রয়ােজনে একত্র হয়।
অবসর পাওয়া মানুষেরা মিছিল মিটিং এ আসে।
এ দিন সারি বেধে পর্যায়ক্রমে আরাে মিছিল আসতে থাকল। এতে উৎসুক জনতা বুঝল আজ জনসভাস্থলে লােকে লােকারণ্য হয়ে যাবে।
আমাদের শহরে বিরাট এক স্কুল মাঠ।
সব ধরনের খেলাধুলা এ মাঠে হয়ে থাকে। এমনকি জনসভাগুলাে এ মাঠেই হয়।