“মজার হবি ইলেকট্রনিক্স” বইয়ের ভূমিকা:
প্রত্যেক মানুষের মাঝেই রয়েছে একজন বিজ্ঞানীর বাস। সে চায় যুক্তির মাঝে কাজ করতে চায় প্রমাণ করতে তার বুদ্ধির তীক্ষ্ণতা আর মিটাতে চায় তার জানবার সুতীব্র তৃষ্ণা। প্রত্যেক মানুষের মাঝেই রয়েছে একটি সৃষ্টিশীল সত্তা। তাই সে সৃষ্টি করতে চায় এমন কিছু যা প্রকাশ করতে পারে তারই মনের গভীরতম ইচ্ছেগুলাে। আর এ কারণেই পৃথিবীতে যা কিছু ভাল—সেগুলাের সৃষ্টি। মানুষের মাঝের সেই বিজ্ঞানী আর সৃষ্টিশীল সত্তা যখন এক হয়ে কাজ করে তখনই সে খুঁজে পায় তার সঠিক অস্তিত্ব। তখন সে মেতে ওঠে এক সৃষ্টির নেশায়। যে নেশায় স্রষ্টা সৃষ্টি করেছিলেন এই মহাবিশ্ব, সেই একই নেশা তখন তাকেও পেয়ে বসে। ইলেকট্রনিক্স এমনই একটি শখ বা হবি যেখানে বিজ্ঞানী মন আর সৃষ্টিশীল সত্তা—এ দুইয়েরই সমন্বয় ঘটে। জানবার তৃষ্ণা মেটানাে আর সৃষ্টির আনন্দ লাভের এক অপূর্ব সুযােগ রয়েছে এই মজার শখটিতে। এই অপূর্ব সুযােগটি হাতছাড়া না করা তাই সত্যিই বুদ্ধিমানের কাজ। আর বর্তমান বিশ্বে এমন কোন পেশা খুঁজে পাওয়া দুষ্কর যেখানে ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার নেই। তাই ইলেকট্রনিক্সের ব্যবহারিক দিকগুলাে জানা থাকলে যেকোন ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা যায় আরও অনেক অনেক ভালভাবে; ফলে প্রতিযােগিতার এই যুগে এগিয়ে থাকা যায় অনেকখানি। এই বইখানিতে ইলেকট্রনিক্সের ব্যবহারিক দিক সম্বন্ধে একদম গােড়া থেকে বর্ণনা করা হয়েছে যেন কিশাের বয়সী যেকোন ছেলে-মেয়ের পক্ষেও সার্কিটগুলাে তৈরি করা সহজ হয়। রহস্যপত্রিকায় প্রকাশিত ডায়াগ্রামসহ আরও বেশ কিছু ডায়াগ্রাম বইটিতে প্রকাশ করা হলাে।