ক্ষুরধার কথা আর সত্যের তীব্রতাই হাসান আজিজুল হকের প্রবন্ধের বিশেষ দিক বলেন যেমন কৌতুকাচ্ছন্ন স্বরে, তেমনি লেখার ক্ষেত্রেও থাকে একটি গতিময়তা। লেখায় পাণ্ডিত্য থাকলেও লেখনীর সরসতায় তা হয়ে ওঠে সকালের রোদের মতোই নরম। তাই হাসান আজিজুল হকের প্রবন্ধ মূলত ভাবগাম্ভীর্যের সরল নদী। যে নদীটার স্রোত একই সঙ্গে দেশ-কাল, ভাষা-সংস্কৃতি ও কথাসাহিত্যের বিপুল ভাণ্ডারের প্রতিচ্ছবি। মূলত গল্পের জমিনে হাসান আজিজুল হক পুরোহিত হলেও প্রবন্ধেও কম উজ্জ্বল নন। এই উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে নানা বিষয়ে রচিত গদ্যগুলোতে। তাঁর এসব গদ্যে উঠে এসেছে দেশ-কাল-সাহিত্য-সংস্কৃতি-দর্শন ও ইতিহাস। আর এসবেরই সারাৎসার এই ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’।