শ্রেষ্ঠ প্রবন্ধ

৳ 400.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9847012002117
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩২০
সংস্কার 4th Printed, 2018
দেশ বাংলাদেশ

ক্ষুরধার কথা আর সত্যের তীব্রতাই হাসান আজিজুল হকের প্রবন্ধের বিশেষ দিক বলেন যেমন কৌতুকাচ্ছন্ন স্বরে, তেমনি লেখার ক্ষেত্রেও থাকে একটি গতিময়তা। লেখায় পাণ্ডিত্য থাকলেও লেখনীর সরসতায় তা হয়ে ওঠে সকালের রোদের মতোই নরম। তাই হাসান আজিজুল হকের প্রবন্ধ মূলত ভাবগাম্ভীর্যের সরল নদী। যে নদীটার স্রোত একই সঙ্গে দেশ-কাল, ভাষা-সংস্কৃতি ও কথাসাহিত্যের বিপুল ভাণ্ডারের প্রতিচ্ছবি। মূলত গল্পের জমিনে হাসান আজিজুল হক পুরোহিত হলেও প্রবন্ধেও কম উজ্জ্বল নন। এই উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে নানা বিষয়ে রচিত গদ্যগুলোতে। তাঁর এসব গদ্যে উঠে এসেছে দেশ-কাল-সাহিত্য-সংস্কৃতি-দর্শন ও ইতিহাস। আর এসবেরই সারাৎসার এই ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’।

সাম্প্রতিক বাংলা সাহিত্যের গৌরবময় একটি নাম হাসান আজিজুল হক। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্ধমান জেলার যবগ্রামে তার জন্ম । নিজের গ্রাম থেকে স্কুলের পড়া সাঙ্গ করে ওপার-বাংলায় চলে যান। তিনি, দর্শনশাস্ত্রের পড়াশোনার পর অধ্যাপনা করেন সেখানকার কয়েকটি কলেজে। ১৯৭৩ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক, এখন অবসরপ্রাপ্ত। অধ্যাপনার সঙ্গে সঙ্গে দীর্ঘকাল অনেক গল্পের স্ৰষ্টা তিনি। গল্প অনেক লিখেছেন, কিন্তু, রহস্যময় কোনো কারণে, উপন্যাস-লেখায় বিশেষ আগ্ৰহ দেখান নি প্ৰতিভাবান এই কথাসাহিত্যিক । এ-বইটি প্ৰকাশিত হবার সঙ্গে সঙ্গে পাঠকসমাজের উৎসুক প্রতীক্ষার যেন অবসান হলো, আমাদের হাতে এসে পৌঁছল হাসান আজিজুল হকের হৃদয়স্পশী এই উপন্যাস : ’আগুনপাখি’ ।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ