কার্টুনিস্টের নোটঃ
“লাইলী” খুব সম্ভবত বাংলাপ ভাষায় প্রথম গ্রাফিক নভেল। অর্থহীন এই বইটির মূল চরিত্র বদরাগী, মারদাঙ্গা, সুন্দরী, চাকরিজীবি রমনী লাইলী। এ গল্পে বলতে গেলে কোনো প্লট নেই। তবে আছে বিভিন্ন উদ্ভট চরিত্র যাদের মনে হবে কোথায় যেন দেখেছি। কারণ এর পটভূমি বর্তমানের ঢাকা। লাইলীর প্রিয় কাজ হচ্ছে ছ্যাঁচড়া রংবাজদের সাইজ করা আর তার বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রেমে পড়া।
এই বইয়ের কুফলঃ এটা পড়ে কিছু বিটলা বুদ্ধি ছাড়া কিছুই শিখতে পারবেন না।
এই বইয়ের সুফলঃ এটা পড়লে ব্লাড প্রেশার বাড়বে না। বার বার ঘুমিয়ে পড়বেন এবং এতে স্বাস্থের উন্নতি হবে।
লেখক পরিচিতি
বইটির লেখক শাহরিয়ার খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স করে ১৯৯১ সালে The Daily Star পত্রিকায় রিপোর্টার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ঐ পত্রিকার সিটি এডিটর এবং কারর্টুনিস্ট।