ফ্ল্যাপে লিখা কথা
বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা এক প্রতিবাদী যুবক। নাম তাঁর মিজানুর রহমান। নাটোরের লোকনামপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক।
ছোট ভেলা থেকে সে প্রতিবাদী। ছাত্রীদের উত্যক্ত (ইভটিজিং) এর প্রতিবাদ করায় বখাটেদের আক্রমণের শিকার হলেন।
জীবন মৃত্যুর মাঝে টানা ১২ দিন অচেতন ছিলেন। তারপর হারিয়ে গেলেন এমন জায়গায় সেখান থেকে মানুষ আর ফেরে না। কিন্তু যে প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়ে গেছেন তিনি, তা কি ব্যর্থ হবে তাঁর প্রস্থানে? নিজের জীবন দিয়ে যে আদর্শের বীজ বুনে দিয়ে গেলেন, তাকে কি লালন করবে না তরুণ প্রজন্ম?
তাঁরই জীবনের ক্যাম্পাস থেকে নাটোর পর্যন্ত এক মর্মস্পশী বাস্তব গল্পের রূপায়ন ‘ইভটিজিংয়ের বিষবৃক্ষ’।