লেখক পরিচিতি
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিসএস পাস করেন। বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত।
ফ্ল্যাপে লিখা কথা
সুন্দর জীবনের প্রথম শর্ত সুন্দর স্বাস্থ্য। আর স্বাস্থ্যটাকে সুন্দর রাখতে হলে রোগ-বালাইকে দূরে রাখতে হবে। একথা অনস্বীকার্য যে, রোগের চিকিৎসার চেয়ে রোগকে প্রতিরোধ করাই উত্তম। আর তাই এটা করতে হলে প্রথমে জানতে হবে উক্ত রোগ সম্পর্কে এবং তার প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে। রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জানা জরুরি। কারণ অনেক সময় হাতের কাছে চিকিৎসক না পেলে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হয়। এসব কথা বিবেচনা করেই ‘দূরে থাকুক অসুখ বিসুখ’ বইটি লেখা।