ফ্ল্যাপে লিখা কথা
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যার অন্ত নেই। সাধারণ শিক্ষা, মাদ্রাসা, কেজি, এনজিও, বাংলা, ইংরেজি মাধ্যম সহ বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীরা বিভক্ত হয়ে পড়ছে। তা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষকের দারুণ অভাব রয়েছে, রয়েছে মানসম্মত পাঠ্যপুস্তকেরও অভাব। সব কিছু মিলিয়ে বাংলাদেশে শিক্ষা নিয়ে নির্ভর করার সুযোগ প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেশে একটি শিক্ষানীতি নেই বলেই এসব সমস্যা প্রকটতর হওয়ার সুযোগ পেয়েছে। বিশিষ্ট কলাম লেখক, ইতিহাসবিদ অধ্যাপক ড. মমতাজউদ্দীন পাটোয়ারী বাংলাদেশের শিক্ষার সমস্যাদি নিয়ে যে সব লেকালেখি করছেন তার অংশ বিশেষ নিয়ে বর্তমান গ্রন্থটি প্রকাশিত হলো।
সাধারণ পাঠক, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধী সমাজ দেশের শিক্ষা ব্যবস্থায় বিরাজমান সমস্যাসমূহ এবং সমাধানের দিক নির্দেশনা এই গ্রন্থটি থেকে পাবেন বলে আশা রাখি।