ফ্ল্যাপে লিখা কথা
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নানা সমস্যা বিরাজ করছে। প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা নিয়ে সমস্যার অন্ত নেই। শিক্ষার প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সমস্যার সঙ্গে পঠনপাঠনের মানেরও রয়েছে বিস্তর ঘাটতি। নানা ধারা-উপধারায় শিক্ষাব্যবস্থা পর্যুদস্ত। এর ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান, চিন্তা ও দক্ষতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বেশির ভাগ শিক্ষার্থী বিভিন্ন ডিগ্রির যে সনদ লাভ করছে তাতে প্রতিফলিত হচ্ছে না বিশ্বপরিসরের জ্ঞান। শিক্ষাব্যবস্থায় এসব যাবতীয় সমস্যা ও ঘাটতি নিয়ে বাংলাদেশে যেসব লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ নিয়মিত লেখালেখি করছেন অধ্যাপক ড. মমতাজউদ্দীন পাটোয়ারী তাঁদের মধ্যে অন্যতম। এই গ্রন্থে তাঁর শিক্ষা বিষয়ক সেইসব লেখালেখির অংশবিশেষ উপস্থাপিত হল।