ফ্ল্যাপে লিখা কথা
একজন মানুষের জীবনের কাছে কাম্য সবকিছুই পেয়েছে লারা ক্যামেরন। তরুণী, সুন্দরী, সম্পূর্ণ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠা বিশ্বের অন্যতম ধনবতী এই নারী পুরুষদের সঙ্গে টক্কর দিতে ভীত নয় এবং সে তার প্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করে উঠে এসেছে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে। কিন্তু তার গ্লানিকর একটা অতীত আছে যার কথা কেউ জানে না। এ অতীতকে ঢেকে রাখতে চায় লারা।
লারা বিশ্বখ্যাত পিয়ানোবাদক ফিলিপ অ্যাডলারকে বিয়ে করেছে। লারার মত অ্যাডলারও ক্যারিয়ারের স্বার্থে জলাঞ্জলী দিয়েছে ব্যক্তি জীবন। লারার ধারণা, নিয়তিকে সে হাতের মুঠোয় পুরে নিয়েছে। কিন্তু সে জানে না তার এতদিনের পরিশ্রম করে গড়ে তোলা সাম্রাজ্য ভেঙে চুরচুর করে ফেলার জন্য কবর থেকে উঠে আসছে ভয়ংকর অতীত।
চার দশকের সময়কে ধারণ করা এ গল্প গড়ে উঠেছে স্কটল্যান্ড, নোভাস্কটিয়া, শিকাগো, নিউ ইয়র্ক, লন্ডন, রোম এবং রেনোকে নিয়ে। প্রেম, ভালোবাসা, ষড়যন্ত্র, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতিশোধ নিয়ে আবর্তিত হওয়া দ্য স্টারস শাইন ডাউন নিঃসন্দেহে সিডনি শেলডনের আরেকটি অপূর্ব সৃষ্টি!