“বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঙালী জাতীয়তাবাদ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সাম্রাজ্যবাদী অথবা নয়া উপনিবেশবাদী যে কোন ধরণের দুঃশাসনের নাগপাশ থেকে মুক্ত ও স্বাধীন সব জাতিরই কিছু গৌরবদীপ্ত ইতিহাস থাকে । ঘটনা ও ব্যক্তি উভয়কে ঘিরে । আমাদেরও আছে । আমাদের ক্ষেত্রে যে ব্যক্তির জীবন ও কর্মের স্মৃতি, তার তাবৎ সীমাবদ্ধতা সত্ত্বেও, দেশের আরও লক্ষ কোটি মানুষের মত আমাকে নিয়ত অনুপ্রাণিত করে তিনি হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বঙ্গবন্ধু প্রসঙ্গে আমার কিছু লেখা নানা পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তার মধ্য থেকে কয়েকটি বর্তমান গ্রন্থে সঙ্কলিত হল। বঙ্গবন্ধু যেসব চেতনার ধারক ও যে সব আদর্শের ধ্বজাবাহী। ছিলেন গ্রন্থভুক্ত বাকী প্রবন্ধ গুলির মধ্যেও পাঠক তারই উপস্থাপন লক্ষ্য করবেন।