ফ্ল্যাপে লিখা কথা
অনেক রস বৈচিত্র্যে পরিপূর্ণ আমাদের সোনার এই বাংলাদেশ। আর অজস্র গ্রামগঞ্জে গাঁথা এ বাংলাদেশ। সহজ সরল গ্রাম্য মানুষের আচার আচরণ অভ্যাস স্মৃতি সংস্কার কুসংস্কার-ঋদ্ধ ইতিহাস ঐতিহ্যের রূপরেখা দ্বারা নির্মিত বাংলাদেশের প্রকৃত পরিচয়। বৃহৎ বাংলাদেশের ইতিহাস রচনায় সাহায্যকারী গ্রামীণ মানুষের সাহিত্য শিল্প বিশ্বাস কুসংস্কার প্রবাদ প্রবচন বচন ধাঁধা ছড়ামন্ত্র ভাষা উপকথা গাঁথা সঙ্গীত নৃত্য বাদ্যযন্ত্র শিল্পক নাম মাহাত্য কেচ্ছা কাহিনী গীতিকা কিংবদন্তী ঐতিহ্য ইতিহাস বিশ্বাস ইত্যাদির বিষয়ানুগ সংক্ষিপ্ত অথচ গভীর গবেষণাসমৃদ্ধ এই গ্রন্থ। বাংলাদেশের অনুবিশ্বের সমাহার বলা যেতে পারে এই অকিঞ্চন আলোধর্মী প্রবন্ধগুলো।
গ্রামীণ সংস্কৃতি ব্যতিরেকে কোন দেশের ইতিহাস পরপূর্ণতা দাবি করতে পারে না। অকৃত্রিম ও সকল ইতিহাসের জননী উপেক্ষিত এই গ্রামীণ সংস্কৃতি। দেশে দেশে যত সার্থক ইতিহাস রচিত হয়েছে তার ষোল আনাই গ্রাম্য আবহের ফলশ্রুতি। বাংলাদেশকে অন্তৃর্দষ্টি মেলে জানতে হলে তার গ্রামীণ মানুষ, তার ভাষা সাহিত্য লৌকিক শিল্প প্রকৃতি, তার গ্রামীণ সমাজকে অবশ্যই বাস্তব দৃষ্টিতে উপলক্ষ্য সম্মুখে রেখে অত্র গ্রন্থের নিবন্ধগুলো রচিত হয়েছে গত ত্রিশ বছর ধরে।
সুধীবৃন্দ স্বাধীন সার্বভৌম রূপসী বাংলার ঐতিহাসিক একটি চালচিত্রের প্রকৃত পরিচয় অনুসন্ধানে ব্যাপৃত হলে বিফল মনোরথ হবেন না বলেই আমাদের প্রত্যাশা।