ফ্ল্যাপে লিখা কথা
রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি এবং কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহী কবি এ তথ্য সর্বজন বিদিত।
তবে রবীন্দ্রনাথের রচনায় প্রেম, পূজা, প্রকৃতি ও বিশ্বভ্রাতৃত্বের কথা হৃদয়গ্রাহী ভাবে উচ্চারিত হলেও তার পাশাপাশি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদও তীক্ষ্ণ ভাষারূপ পেয়েছে।
একইভাবে কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহের কবি তা আমরা সবাই জানি। তবে তাঁর রচনায় তিনি সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, হতভাগ্যদের পক্ষ নিয়ে যেভাবে কথা বলেছেন তাতে তাঁকে একটি বিশেষ অর্থে সারা বিশ্বের কবিম তথা বিশ্বকবিও বলা যায়। এখানে বিশ্বকবি শব্দটির প্রয়োগ নিতান্তই রেটোরিকাল।