জীবন কি? এর সংজ্ঞাই বা কি?- যুগে যুগে এ প্রশ্নের জবাব খুঁজেছেন দার্শনিক-চিন্তাবিদ-শিল্পী-সাহিত্যিক সবাই। পেয়েছেন কি? হয়তো পেয়েছেন, হয়তো বা নয়। তবুও অনুসন্ধানের অন্ত নেই। কারণ, এ জীবনে ক্ষুধা আছে, সম্পর্ক আছে, আকাক্সক্ষা আছে, ভালোবাসা আছে, স্বপ্ন ও দুঃস্বপ্ন আছে এবং অদ্ভূত এক আঁধারও আছে। সব মিলিয়ে জীবন। এ জীবনেরই গল্প লিখেছেন আফরোজা অদিতি; তার জীবনের পায়ে পায়ে গ্রন্থ।