“আধুনিক জ্যোতিষ বিজ্ঞান” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
জ্যোতিষশাস্ত্র আজ পৃথিবীর তাবৎ মানুষকে চমৎকৃত করেছে। আজকাল অনেক প্রতারক কিছু না জেনেই পত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিজেদের সব জান্তা বলে প্রচার করেন এবং সহজেই মানুষকে প্রতারিত করেন। এ কারণে অনেকে এ শাস্ত্রকে বিশেষ মর্যাদা দেন না বা বিশ্বাস করেন না।
জ্যোতিষশাস্ত্র শিখতে বা জানতে হলে প্রচুর অধ্যবসায় ও সাধনা প্রয়ােজন। কারণ এ শাস্ত্র অত্যন্ত জটিল ও সূক্ষ্ম । আমি অত্যন্ত সতর্কতার সাথে জটিলতা পরিহার করে সবার বােধগম্য করে গ্রন্থটি রচনা করেছি। এ জ্যোতিষশাস্ত্রটি পাঠ করে সাধারণ মানুষও উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। গ্রন্থটিতে নখের রং, হাতের শ্রেণীভেদ, পর্ব বিচার, করতলের গ্রহগণের অবস্থান, রেখা বিচার ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলােচনা করা হয়েছে।