নজরুল নন্দনতত্ত্ব

৳ 250.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9848401156
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
রহমান হাবিব-এর ‘নজরুল নন্দনতত্ত্ব: পুনর্গঠন ও সূত্রায়ন’ গ্রন্থটি বাংলা ভাষায় নজরুলের নন্দনতত্ত্ব বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ বই। লেখক নজরুলের প্রবন্ধ, অভিভাষণ, সাহিত্য সমালোচনা , চিঠিপত্র প্রভৃতি অনুসন্ধান করে এবং প্রাসঙ্গিকভাবে তাঁর কবিতা, ছোট গল্প, সঙ্গীত, নাটক ও উপন্যাসে তথ্যোৎস ব্যবহার করে নন্দনতত্ত্ব সম্পর্কে নজরুলের নিজস্ব ধারণাকে ১৯১৯ থেকে শুরু করে কবি অসুস্থ হবার পূর্বসময় (১৯৪২) পর্যন্ত কালের অনুক্রম অনুযায়ী নন্দনতাত্ত্বিক অনুষঙ্গকে নন্দনতত্ত্বের বহুরৈখিক প্রসঙ্গের সাথে সম্পর্কিত করে বর্ণনা ও বিশ্লেষণ করে পুনর্গঠিত করেছেন। তুলনামূলক ভাষাবিজ্ঞানে পুনর্গঠন (Reconstruction) শব্দটি ভাষার ধ্বনি, রূপ ও বাক্য পুনর্গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হলেও চিন্তার পুনর্মূল্যায়ন ও বিশ্লেষণ ব্যাখ্যার ব্যাপারে শব্দটির বাগর্থকে এই গ্রন্থে লেখক নিরলীক্ষণ করেছেন। উপর্যুক্ত তথ্যসমূহ ঘেঁটে লেখক নজরুল-নন্দনতত্ত্বের ২৬৩ টি সূত্র সূত্রায়িত করেছেন। প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের বিশ্ব নন্দনতত্ত্বে পর্যায়ক্রমিক বির্বতনও গ্রন্থটিতে বিশ্লেষিত হয়েছে। নজরুল যে শুধু বিদ্রোহী কবিই ছিলেন না, বরং আপাদমস্তক শিল্পবোধে নিমজ্জিত একজন অতৃপ্ত শিল্পস্রষ্টা চিলেন সে প্রসঙ্গটি গ্রন্থটিতে প্রতিপাদিত করা হয়েছে। নজরুলীয় নন্দনতত্ত্ব যে বিশ্বের যে কোন মহান ও কালোত্তীর্ণ শিল্পরসিকের নন্দনভানার সাথে প্রতিস্পর্ধী, তা-ও বইটিতে নির্দেশিত হয়েছে। কালানুক্রমিকভাবে সজ্জিত নজরুলের এ নন্দনতাত্ত্বিক সূত্রসমূহকে নজরুলের কবিতা, উপন্যাস,নাটক,ছোটগল্প ও সঙ্গীতের মধ্যে প্রয়োগ করে তাঁর নন্দনতাত্তিক অনুভাবনাকে পূর্ণতা দেয়া সম্ভব বলে লেখক মনে করেন।

রহমান হাবিব-এর ‘আল মুজাহিদী: মৃত্তিকার কবি গ্রন্থটি হাজার বছরের বাংলা কবিতার ইতিহাসঐতিহ্য-সংস্কৃতি-ধর্ম-নৃতত্ত-রাজনীতি ও সমাজ - প্রভৃতি বিষয়ের প্রজ্ঞাগত সংশ্লেষণকে সামগ্রিকতার দর্শন হিসেবে মূল্যায়নের প্রয়াস। উল্লেখ্য যে, বাঙালির কাব্যদর্শনভাবনার অনুচিন্তনকে উভয়বঙ্গে এভাবে কেউ ইতিপূর্বে আলােকপাত করেননি। কবিতার আবেগ, অনুভূতি, প্রেম ও নিসর্গচেতনার সঙ্গে জীবনের বহুরৈখিক বিষয়ব্যাপ্তির প্রাজ্ঞতার দর্শনকে এ গ্রন্থে নবতর দৃষ্টিতে উপস্থাপনের প্রচেষ্টা চালানাে হয়েছে । চর্যাপদের কবিতা থেকে শুরু করে মধ্যযুগের কবিতাসহ উনিশ শতকের আধুনিক কবিতার পথ-পরিক্রমা পার হয়ে বিশ শতকের ত্রিশের দশকের বৈশ্বিক কাব্যচেতনামূলক কবিতাসমেত বাংলাদেশের চল্লিশ থেকে আশির দশকের কবিতাসহ গত শতাব্দীর নব্বই দশকের কবিতার সংক্ষিপ্ত রূপরেখাভিত্তিক পর্যালােচনা সম্পৃক্ত জীবনের বহুমুখী প্রজ্ঞাচেতনার সামূহিকতার দর্শনকে এ গ্রন্থে পর্যবেক্ষণ করা কয়েছে । ষাটের দশকের কবি আল মুজাহিদীর কবিতায় মৃত্তিকা, স্বদেশ, নারীচেতনা, সমাজ-রাজনীতি-সংস্কৃতি ও নৃতত্ত্ববােধ, নান্দনিকতা, নৈতিকতা, ইহলৌকিকতা এবং স্রষ্টার প্রতি বিশ্বাসসহ সত্যের প্রতি অবিচলতা এবং মানবের সম্ভাবনার প্রতি ইতিবাচক আশ্বস্ততা অভিব্যক্ত হয়েছে। তাঁর কবিতার সে দৃষ্টিভঙ্গিসমূহকে দর্শনভাবনার সম্পৃক্ততায় এ গ্রন্থে নিরীক্ষা করা হয়েছে। যে কোন শিল্পীর দর্শন মূলত মৃত্তিকা ও মানবকে কেন্দ্র করেই বিনির্মিত হয় । কবি আল মুজাহিদীর কবিতার দর্শন মৃত্তিকানির্ভর বলেই গ্রন্থের উপযুক্ত নামকরণ।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ