একটা সূর্য আমাদের দিয়েছে মুক্তির অপার জগৎ। ১৯৭১ এর সেই দিনের শোকাতপ্ত ও আনন্দবিহ্বল ঘটনা নিয়ে যে পঙক্তিগুলো আজো বাংলার বাতাসে ভেসে বেড়ায় সেই পঙ্ক্তিগুলো নির্মাণ করেছেন আমাদের প্রখ্যাত কবিরা। বইটি মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য কবিতাকে স্থান দিয়ে হয়ে উঠেছে সংগ্রহযোগ্য।