“শিশু বিকাশ-২: আধুনিক বিকাশ তত্ত্ব, বিকাশ জনিত সমস্যা ও সমাধান” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
শিশু বিকাশ সিরিজের এই দ্বিতীয়খণ্ডে বিকাশের আধুনিক তত্ত্ব ও বিকাশকালীন সমস্যা-সঙ্কট সমাধানের প্র্যাকটিক্যাল। উপায়গুলাে তুলে ধরা হয়েছে। শিশুর বিকাশ সম্বন্ধে জানলে এটি শুধু সন্তান-প্রতিপালনে। আমাদের সক্ষম করে তুলে তা নয়, আমাদের নিজেদের বুঝতে, চিনতে সাহায্য করবে। বিকাশ প্রক্রিয়ায় কোন ঘাটতি বা বিচ্যুতি থাকলে, তা জেনে নিয়ে আত্বউন্নয়নের কাজেও সহায়ক হবে। সব ধরনের বিকাশ, বিশেষ করে শারিরীক বিকাশ, ভাষাগত বিকাশ, সামাজিক বিকাশ, আবেগগত বিকাশ, মেধা বিকাশ, নৈতিক বিকাশ, যৌন বিকাশ-এর ধারাক্রম ও প্রক্রিয়া নিয়ে যেমন আলােচনা রয়েছে, তেমনি বিকাশ জনিত কারণে বিচ্যুতি ও ত্রুটি কি কি হতে পারে ও সেসব সংশােধন করার বিজ্ঞানসম্মত পন্থাসমূহও বর্ণনা করা হয়েছে। এ কারণে বইটি যেমন সকল মা-বাবা-শিক্ষক অভিভাবকদের কাজে লাগবে, তেমনি প্রত্যেক মানুষেরই নিজেকে জানা, বােঝা ও আত্ব-মূল্যায়নের কাজে সহায়ক হবে। ফলে নিজের অপূর্ণতা, বিচ্যুতিগুলাে কাটিয়ে আত্বউন্নয়ন করা সম্ভব হবে। এটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়ােজনীয় বই। অভিভাবকসহ আত্ব-উন্নয়ন। প্রত্যাশী সবারই কাজে লাগবে। এ ছাড়া ডাক্তার, মনােচিকিৎসক, মনােবিজ্ঞানী, সাংবাদিক, সমাজকর্মী ও গবেষকদের জন্যও বইটি প্রভূত সহায়ক বলে বিবেচিত হবে।