ফ্ল্যাপে লেখা কিছু কথা
ভীষণ অবাক হয়ে মফিজ সাহেব তার ছেলের প্রেমিকা মিতুকে বলেন, ‘আম্মাজান, ভাত খেয়ে তুমি হাত ধুচ্ছো কেন!হাতের সঙ্গে অনেক তেল লেগে আছে, তেলগুলো সাবান দিয়ে ধুয়ে না ফেলে মাথার চুলে মাখো। এতে মাথায় তেলও দেয়া হবে, আর সাবানের ক্ষারে হাতও নষ্ট হবে না তোমার।’
দাঁত ক্ষয় হয়ে যাবে, সে জন্য না, দাঁও পরিষ্কার করতে হলে ব্রাশ আর টুথপেষ্ট কিনতে হবে, দাঁত ব্রাশও করেন না মফিজ সাহেব। খুব কৃপণ একজন সাহেব। এতদিন তিনি ভালোই ছিলেন, হঠাৎ একটা মুশকিলে পড়েছেন তিনি-তার একমাত্র ছেলে বিয়ে করতে চায়। অবশ্য কথাটা সে মুখে বলে না, আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেয়-তার একজন বউ দরকার।কিন্তু ছেলেকে তিনি বিয়ে করাবেন না। কারণ বিয়ে করাতে হলে অনেক টাকা খরচ হবে, কাউকে তিনবেলা খেতে দিতে হবে, আরো অনেক কিছু। ছেলে কিন্তু বিয়ে করবেই-সে ও শুরু দেয় অদ্ভুত অদ্ভুত কিছু কাণ্ড।
মাঝরাতে হঠাৎ একদিন মফিজ সাহেবের ঘরে একজন মানুষ আসে। তারপর থেকেই কেমন যেন হয়ে যান তিনি।বাড়িতে চোর ঢোকে, কিছুদিন পর পর চুরি হয় তার বাড়িতে।
তারপর একদিন……..।