ফ্ল্যাপে লেখা কিছু কথা
তারুণ্যে অনেকেই জ্যোতিষী হতে চায়।কারণ জ্যোতিষী হলে মেয়েদের হাত দেখা যায়। মানে ধরা যায় আর কি!
এজন্যই আনিসের জ্যোতিষ শান্ত্রের চর্চা। কিন্তু ব্যর্থ জ্যোতিষ। ওর বেশিরভাগ গননাই ফলে না। কিন্তু একদিন হঠাৎ ফলতে শুরু করল। যা বলে তাই হয়। কী দারুণ ব্যাপার তাই না!অথচ আশ্চর্য সেটাই ফাঁদ হয়ে দাঁড়ায় তার জন্য। নিজের ইচ্ছামতো সবকিছু হতে যাওয়া যে কত বড় বিড়ম্বনার যে তার ভবিষ্যত জানে না, এর চাবিটা যে অন্যজনের হাতে সেটাই আসলে জীবনের মূল মজা। অদ্ভুত গল্পে অদ্ভুত সব ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত এটা কোন রহস্য উপন্যাস নয়। হাসির উপন্যাস।জীবনটা সোজা পথে না গিয়ে একটু বাঁকা হয়ে গেলে যে কৌতুক আর মজা তৈরি হয় সেসব নিয়েই মেয়েধরা জ্যোতিষী।