ফ্ল্যাপে লিখা কথা
কোনোদিন কি আপনি ভেবেছেনে যে ফুটবল খেলা বা পিয়ানো বাজানোতে যে ক্রিয়ার দরকার তেমনি অন্যের সঙ্গে চালাতেও একটি সুচারু কর্মের দরকার? আপনি জানেন অবশ্য খেলাধুলায় বা অন্যান্য নৈপুণ্যে আমাদের কতগুলো জ্ঞানের দরকার এবং তা সত্বেও আমাদের অভ্যাসের দরকার। সাধারণত যতেই অধিকা জ্ঞান আমরা ভাল করি, ততই অধিক আমরা অভ্যাস করি, ততই অধিক কৃতকার্য আমরা হই।
তবুও অন্যদের সঙ্গে মেলামেশার মতো প্রধান ও চাঞ্চল্যপূর্ণ ক্যিয়াকলাপে আমরা কোনোদিনই কোনো জ্ঞান লাভ করি না বা কোনো শিক্ষা লাভ করি না। আমরা মাত্র এমনিভাবে অভ্যাসে করে যাই যাতে হয়তো আমাদের উদ্দেশ্যে সফল হয় অথবা হয় না, কিন্তু কোনো অবস্থাই আমাদের কাজকর্মে কোনো সুষ্ঠু পদ্ধতি থাকে না বা তা চিন্তাপ্রসূত থাকে না।
নৈপুন্যের বিকাশের জন্য যে জ্ঞান ও অভ্যাসের প্রয়োজন এটি অবশ্য নতুন ধরণ নয়। আপনি পেরেছেন প্রথমে যে দিন আপনি টেনিস প্রতিযোগিতা দেখেছেন, তখন থেকেই এ খেলার আইন-কানুন শিক্ষা করার জন্য আপনার আগ্রহ দেখা দিয়েছে এবং তারপর থেকেই আপনার রকেট ‘সার্ভ’- এর সবল রিচার্নের বল ঠিকমত পরিচালনা করার জন্য আপনাকে খুব কষ্ট করতে হয়েছে এবং এতে করেই বলটিকে যে জায়গায় ফেলে দেওয়া আপানার বাসনা যে জায়গায়ই আপনি অনেক সময় বলটি ফেলতে পারেন।
দেওয়ান মোহাম্মদ আজরফের ‘ব্যক্তিত্বের বিকাশ’ গ্রন্থে একজন মানুষের মানুষ হয়ে ওঠার এ তাগিদ , এ আহবান আমাদের সবার জীবনকে আমূল পালটে দেবে বলে আশা করি।