দীর্ঘদিন পর সিআইএ’র গোপনীয় এক ফাইল চাউড় হয়ে গেলো, প্রকাশ হয়ে গেলো জেসন বর্নের অবস্থান। অবশেষে পৃথিবীর এক অভিনব জায়গায়-যেখানে কার্লোসের জন্ম দেয়া হয়েছিলো-মুখোমুখি হলো এ পৃথিবীর দু’জন দুর্ধর্ষ খুনি জেসন বর্ন আর কার্লোস দি জ্যাকেল। জনপ্রিয় বর্ন সিরিজের সর্বশেষ বই। স্পাই থৃলারের মাস্টার রবার্ট লুডলাম যথারীতি রোমাঞ্চকর একটি থৃলার উপহার দিয়েছেন।