“বাংলার ইতিহাস : সুলতানী আমল” বইটি সম্পর্কে কিছু কথা:
“ইতিহাসে কোন কথার শেষ নেই। আজ যাহা সিদ্ধান্ত করা হয়, নূতন তথ্য আবিষ্কৃত হইলেই হয়তাে তাহা পুনর্বিবেচিত হওয়ার প্রয়ােজন দেখা দিতে পারে। সমসাময়িক ইতিহাসের অভাবে মুসলমান আমলের বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে এই সত্য আরও প্রকট হইয়া উঠে। নূতন শিলালিপি বা মুদ্রা বা কোন সমসাময়িক উপকরণ আবিষ্কৃত হইলে ঐতিহাসিকদের নূতনভাবে চিন্তা করিতে হয় এবং প্রাপ্ত উপকরণের আলােকে স্বীয় সিদ্ধান্ত বারবার পরিবর্তন করিতে হয়।” এই বই-এর প্রত্যেক সংস্করণে বা মুদ্রণে তথ্যের সংযােজন, সংশােধন বা পরিমার্জন করা হয়েছে। ইতােমধ্যে সুলতানী আমলের বেশ কিছু শিলালিপি এবং মুদ্রা আবিষ্কৃত হওয়ায় সেগুলাের মূল্যায়ন করা হয়েছে। আমার লিখিত Corpus of Arabic and Persian Inscriptions of Bengal এবং সুখময় মুখােপাধ্যায়ের লিখিত “বাংলায় মুসলিম অধিকারের আদি-পর্ব” বই দুটিও উল্লেখযােগ্য সংযােজন। সুখময় মুখােপাধ্যায়ও তাঁর “বাংলার ইতিহাসের দু’শাে বছর” বইখানি কয়েকবার সংশােধন ও পরিবর্ধন করে প্রকাশ করেছেন।