নিঃশেষিত এক লেখক চাকরি নিয়ে হাজির হয় জনবিরল এক হোটেলে। তার পাঁচ বছরের ছেলে ড্যানি একেবারেই ভিন্ন প্রকৃতির। সে এমন কিছু দেখতে ও শুনতে পায় যা অন্য কেউ পায় না। হোটেলে ঘুরে বেড়ানো আত্মা ড্যানির এই প্রতিভা হরণ করতে চায়। ছেলেটি কি পারবে এই আত্মার হাত থেকে বেঁচে থাকতে? স্টিফের কিংয়ের সবচাইতে সেরা বই।