অপূর্ব পৃথিবী

৳ 120.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
984-32-2119-2
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১৯২
সংস্কার February, 2005
দেশ বাংলাদেশ

স্বপ্নের দেশ আমেরিকা বেড়াতে এলাম আমার ভাই ডাঃ ফজলুর রহমানের বাড়ীতে। জন্মভূমি থেকে একেবারে বিপরীত আবহাওয়ার দেশ, যা আমার বয়সের সাথে খাপ খায়না। আমি যেন ভেঙ্গে না পড়ি তাই ভ্রাতৃবধু জাহান আরা রহমানের পীড়াপীড়ি কিছু লিখতে হবে। তিন যুগেরও বেশী সময় যাকে কবরস্থ করেছি তাকে কি হাতড়ে পাওয়া যায়।
তার প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা ঢেকে দিল আমার স্নেহময়তা তাই নিস্তেজ হাতে ধরতে হল কলম।
আমি জানি পাগলের প্রলাপেও কৌতুক আছে, ভাষাহীন বোবার চাহনীতে অলঙ্কার আছে।
পাগলের পেছনে ঢিল ছুড়ে কেউ আনন্দ পায়। বোবাকে ক্ষেপিয়ে কেউ হেসে গড়াগড়ি যায়। তেমন আনাড়ী হাতের মুঠোয় প্রাণহীন প্রসূতি কি প্রসব করল তা দেখবারও নিশ্চয় কেউ আছে। এতটুকুই আমার সান্ত্বনা।

বজলুর রহমানের জন্ম ৭ জুন ১৯৫৪ ব্রাহ্মণবাড়িয়া জেলার মৈন্দ গ্রামে। সমাজের বঞ্চিত মানুষদের অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত আছেন চার দশকেরও বেশি সময় ধরে সমাজের পিছিয়ে পড়া চর্মকার সম্প্রদায় এবং রিকশা-শ্রমিকদের নিয়ে গড়েছেন সংগঠন। শ্রমজীবী মানুষের সঙ্গেই কাটে এই লেখকের দিনগুলাে। নিজের বাড়িতেই গ্রামের ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গড়ে তুলেছেন কিন্ডারগার্টেন স্কুল। দিনের শুরু হয় ছােট্ট সােনামণিদের অ আ ক খ শুনতে শুনতে। আর দিনের শেষ হয় শ্রমজীবী মানুষের আড্ডা-গল্প আর সমাজ-সংস্কারের কাজের মধ্য দিয়ে। ব্যক্তিজীবনে বজলুর রহমান দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী ফজিলাতুন্নাহার বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ