“রমণীয় কৌতুক” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
জোকস সবাই পছন্দ করে। অল্প সময়ে চট করে একটু মজা পাওয়া। তবে ‘রমণীয় কৌতুক’-এর বিশেষত্ব একটু আলাদা, শুধু মেয়েদের নিয়ে কৌতুক। সাধারণ কৌতুকে মেয়েদেরকে একটু ছোট করা হয়ে থাকে, বন্দনা কবীর তাঁর এই গ্রন্থে মেয়েদেরকে লোপ্রোফাইল থেকে হাইপ্রোফাইলে আনার চেষ্টা করেছেন। মেয়েদের তো বটেই, ছেলেদেরও এই বইটি ভালো লাগবে।