“১০০ রাজনৈতিক কবিতা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কবিতাকে এই যে চিহ্নিত করা, রাজনৈতিক কবিতা, প্রেমের কবিতা, ভালােবাসার বা প্রকৃতির কবিতা, এইসব বিভাজন কতােটা সমীচীন সে তর্ক থেকেই যায়, তবু কবিতা গভীর গভীরতরভাবে বােঝার জন্যই হয়তাে এই বিভক্তি বা বিভাজনরীতি: সেই চিন্তা থেকেই মহাদেব সাহার ‘১০০ রাজনৈতিক কবিতা প্রকাশের এই উদ্যোগ। প্রায় পাঁচ দশকব্যাপী যেসব কবিতা তিনি লিখে চলেছেন। তাতে এর প্রায় সব বিষয় ও সব ধারাই যে কমবেশি উঠে এসেছে তা একরূপ নির্দ্বিধায়ই বলা যায়। তিনি যেমন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কবিতা লিখেছেন তেমনি লিখেছেন বঙ্গবন্ধুর নৃশংস হত্যা ও সেই নির্মম ট্র্যাজেডির অশ্রুসজল পঙক্তিমালা; শােষিত-নিপীড়িত মানুষের বঞ্চনা, ক্ষোভ ও দ্রোহ, ফিলিস্তিনি জনগণের সংগ্রাম কিংবা দক্ষিণ আফ্রিকার নির্যাতিত মানুষের লাঞ্ছনা সমভাবেই চিত্রিত হয়েছে তাঁর কবিতায়; আর সম্ভবতই সে কারণেই তার প্রেমের কবিতার মতােই তাঁর রাজনৈতিক ধারার কবিতাও সমান জনপ্রিয়। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তার বহু কবিতা যেমন মানুষের মুখে মুখে ফিরছে তেমনি স্বৈরাচার বিরােধী আন্দোলনে তাঁর কবিতা দিয়ে রচিত হয়েছে পােস্টার, সেই কারফিউ-ঘেরা অবরুদ্ধ সময়ে মিছিলে হাতে হাতে লিফলেট রূপেও বিলি হয়েছে এই কবিতা। এইসব কবিতা থেকে তাঁর ১০০ রাজনৈতিক কবিতার একটি নির্বাচিত সংকলন প্রকাশের উদ্দেশ্য রাজনৈতিক ধারার কবিতার পাঠকদের অধিক প্রিয়। কবিতাগুলাে একসঙ্গে তাদের হাত তুলে দেয়।