মানিক বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ পূর্তি উদযাপনের স্মারক হিসেবে প্রকাশিত হল মানিক বন্দ্যোপাধ্যায় : শতবর্ষিক স্মরণ গ্রন্থাখানি। বাংলা কথাসাহিত্যের এক বিশ্রুতকীর্তি শিল্পী মানিক। বাংলা চিরায়ত কথাসাহিত্য সৃজনের বিরল গৌরবের যাঁরা অধিকারী, সেই স্বল্পসংখ্যক শিল্পীদের অন্যতম তিনি। আমাদের সম্মান শ্রদ্ধা ও ভালোবাসার অর্ঘ্যে শতবার্ষিক স্মরণের এই আয়োজন। বর্তমান গ্রন্থের প্রাজ্ঞ প্রবীণ প্রাবন্ধিক থেকে শুরু করে জ্ঞানস্পৃহ তরুণ তাঁদের আন্তরিক শ্রমপ্রয়াস দিয়ে প্রস্তুত করেছেন গ্রন্থভুক্ত রচনাগুলো। বলাই বাহুল্য যে,গ্রন্থিত প্রবন্ধগুলোর এখানেই ঘটল প্রথম আত্মপ্রকাশ।