তৃতীয় সংস্করণ প্রসঙ্গ
বাংলা একাডেমী গ্রন্থখানি ১৯৮৩ সালে প্রথম এবং ১৯৯৭ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে।২০১১ সালে এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হলো।বাংলাবাজারের নভেল পাবলিশিং হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ তরিকউল্লাহ তরুণ প্রকাশ করেছেন। দ্বিতীয় সংস্করণ কবে শেষ হয়েছে, জানি না। গ্রন্থ প্রকাশের পর প্রকাশ লেখককে গ্রনথ সম্পর্কে কোন তথ্য সরবরাহ করেন না।রয়েলটির বিষয়টিও ব্যতিক্রম ছাড়া তথৈবচ।বর্তমান সংস্করণে ভাষাগত সামান্য পরিমার্জন সংশোধন ছাড়া তথ্যগত কোন পরিবর্তন করা হয়নি।বিষয়ভিত্তিক অনুযায়ী আলোকচিত্রগুলির পুর্নবিন্যাস করা হয়েছে।দুর্মূল্যের বাজারে বৃহৎ আকারের গ্রন্থখানি প্রকাশ করে প্রকাশক তরিকউল্লাহ তরুণ আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। এজন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ওয়াকিল আহমেদ
বনানী
৫ জুলাই, ২০১১