বুন্দেলখণ্ড খণ্ড খণ্ড হয়ে গিয়েছে সেই কবে। ইতিহাসের পাতায় ওরছা নরেশ ইন্দ্রজিৎ সিংহকে খুঁজে পাওয়াই কষ্টকর। প্রবীণ রায়ের তাে কথাই নেই। কিন্তু ওরছার মানুষ কি তাকে ভুলেছে? তিনি বেঁচে আছেন লােকশ্রুতিতে, রাই পরবিন মহলের ঝরােকার আলােছায়ার আড়ালে, সমসাময়িক কবি কেশবদাসের রচনায়। বিন্ধ্য পর্বতের ঘন অরণ্য ঘেরা বুন্দেলারাজ্যের রাজধানী ওরছা। পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী বেতােয়া নদী। যােড়শ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ওরছা বিশিষ্টতা অর্জন করতে শুরু করেছে। যদিও সামন্তরাজাদের উত্থান-পতনের ইতিহাস সঠিক পাওয়া যায় না তবু মধুকর শাহ এসময়ে ওরছাকে গড়ছিলেন তার পাথুরে প্রমাণ ছড়ানাে আছে। বিশাল রাজমহল, রামমন্দির, ছত্রি-অনেক কিছুই তৈরি করেছিলেন তিনি। বুন্দেলা চিত্রকলায় সাজাতে শুরু করেছিলেন রাজমহল। নৃত্য, সঙ্গীত, চিত্র, কাব্য ওরছাধিপতির আশ্রয়ে স্বস্তি পেয়েছিল। দিল্লির সিংহাসনে তখন সম্রাট আকবর। একের পর এক বুন্দেলা দুর্গের পতন হচ্ছে তার হাতে। এমনই একটা সময়।