জুনাইদুল হক : নির্বাচিত গল্প
অতীতবিধুরতা বা স্মৃতিকাতরতাই হয়ত লেখক বানিয়েছে জুনাইদুল হককে। কিংবা লেখক না হয়ে তার উপায় ছিল না। তিনি গল্প লেখেন মানব-মানবীর সম্পর্ক নিয়ে, সমাজের গভীর অসুখ নিয়ে, রাষ্ট্রের অনাচার নিয়ে। তার গদ্য আকর্ষণীয়, মনোবিশ্লেষণ হৃদয়গ্রাহী। নানা বয়সী মানুষের একাকীত্ব ও বিষাদ তার প্রিয় বিষয়। প্রিয় আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ, প্রিয় আমাদের অগণিত দুঃখী, দরিদ্র মানুষ। দেশ ও তার মানুষের প্রতি তিনি লালন করেন গভীর মমতা।