“বরণীয় বাঙালির বউয়েরা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সহধর্মিনী রাজলক্ষ্মী দেবী সম্পর্কে আত্মজীবনীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, “এক জনের প্রভাব আমার জীবনে বড় বেশি রকমের—আমার পরিবারের। আমার জীবনী লিখিতে হইলে তাহারও লিখিতে হয়। তিনি না থাকিলে আমি কি হইতাম, বলিতে পারিনা।”
প্রত্যেক কৃতী এবং সফল পুরুষের পিছনে নাকি থাকে একজন রমনীর ভূমিকা। কিন্তু সেই নারী (সাধারণত যারা স্ত্রী হন) কি পান তার প্রাপ্য মর্যাদা? নাকি থেকে যান অন্তরালে? হন বঞ্চনার শিকার? তাঁদেরই প্রেম, বিরহ, যন্ত্রণা, প্রেরণার কাহিনী। বিধৃত হয়েছে এই গ্রন্থে। ধরা হয়েছে শ্রীচৈতন্যদেব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত বরণীয় বাঙালিদের বউয়ের জীবন আলেখ্য। তিপান্নজন বঙ্গরত্নের স্ত্রীদের নিয়ে পাঁচশাে বছরে নির্মিত এক তীর্থ ক্ষেত্র, যেন আধুনিক এক তিপান্ন পীঠ।