বিশিষ্ট এক ব্যক্তির জীবনচরিত নিয়ে। এই রমণীবিলাস। সিডরের তাণ্ডব তার মােহের কাছে ক্ষীণ। গােপন কথা আর আলাে-আঁধারি পথে। তার অভিসার উল্টে দিয়েছে অনেকের সােনার সংসার। নারীর কাঁচা মাংসের সে একজন লােভী। মৌমাছি। এখানে-সেখানে উড়ে উড়ে বসা তার স্বভাব। কি করেছে সে কি বা আছে তাকে নিয়ে এই উপন্যাসে এক নারীর কামনাকে ছাড়িয়ে কত নারী। হয়েছিল তার শিহরণসঙ্গিনী। এমন এক কামতপ্ত পুরুষকে নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে এই উপন্যাসের কথা ও কাহিনী।