ফ্ল্যাপে লেখা কিছু কথা
২রা মার্চ, ১৯০৮, পূর্ব ইউরোপিয় ইহুদি অভিবাসী ঊনিশ বছরের ল্যাজারাস এভারবুচ শিকাগো পুলিস চিফের বাসভবনে গেলে গুলি করে হত্যার পর হবু আততায়ী হিসাবে চিহ্নিত করা হয় ওকে।শত বছর বাদে শিকাগোর ব্রিক নাকে এক লেখক আবিষ্কার করে ল্যাজারাসের কাহিনীর সাথে জড়িয়ে গেছে সে। পূর্ব ইউরোপ থেকে সারায়েভোর ফটোগ্রাফার বন্ধু রোরাকে এভারবুচের চলার গথ আবিষ্কারের পথে সঙ্গী করে নেয় ব্রিক। হত্যাকাণ্ড ও দারিদ্র্যের ইতিহাসের ভেতর দিয়ে বর্তমান কালের সস্তা মাফিওসি ও তারওচেয়ে সন্তাদরের বেশ্যাদের নিয়ে এভারবুচ ও ব্রিকের মৌলিক, উস্কানিমূলক ও মনোরঞ্জক উপন্যাসের যা হিমনের আমাদের কালের অন্যতম গলিশীল ও আবিশ্যিক সাহিত্যিক কণ্ঠস্বর হিসাবে অবস্থান নিশ্চিত করে দেয়।