বাণী হযরত মুহাম্মদ (স:)

৳ 200.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789845980715
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১২৬
সংস্কার 1st Published, 2012
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
“তোমাদের জন্যে সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহর রসুলের মধ্যে’’

ভূমিকা
আমার ভাইয়ের ইন্তেকালের দিন ১৩ জানুয়ারি ১৯৩৫, কোলকাতায়। এখানে বলে রাখি তার জন্ম ঢাকা শহরে ১৮৮২ সালে। তাঁর বন্ধুবান্ধরা The saying of Muhammad (s) বইটির নতুন সংস্করণ বের করার জন্যে চিঠি লিখে আমাকে অনুরোধ জানাতে থাকেন। তার জীবনের শেষ দিকে দিল্লিতে কেন্দ্রীয় আইনসভার সদস্য হিসেবে ভারতের মুসলমানদের সমস্যাবলিতে মগ্ন থাকলেও এই পুস্তিকা প্রকাশের সময় অর্থ্যাৎ ১৯০৫ সালে তিনি ছিলেন একজন তরুন যুবক। বিশ্বের মুসলিম শাসনাধীন সব দেশকে অথবা বিপুল সংখ্যক মুসলিম -অধ্যুষিত অঞ্চলগুলোকে রাজনৈতিক না হোক অন্তত অর্থনৈতিক ও সাংস্কৃতিক সূত্রে যুক্তকরার জন্যে তার মধ্যে জ্বলছিল তারুন্যের উজ্জল উৎসাহ। তার অসাধারণ কর্মশক্তি ও দক্ষতা নিয়োজিত হল এই উদ্দেশ্যে, যার ফলশ্রুতিতে তাঁর অনুরাগীরা তাঁকে বলতেন মুহাম্মদ (সা:) বিংশ শতাব্দীর মুজাদ্দিদ। তিনি তখন লন্ডনে আইনের ছাত্র মাত্র, অবস্থাও তেমন স্বচ্ছল নয়,ভারত থেকে পাঠানো অল্প টাকার সঙ্গে আরবি সাহিত্য ও আইনশাস্ত্রে বক্তৃতা করে কিছু টাকা আয় করে তার নিজের খরচ চালাতেন। আরবি সাহিত্য ও আইন সম্পর্কে পরবর্তী লেখালেখি ও শিক্ষামূলক অবদান ছিল মূল্যবান। সেই সময়টায় তিনি ছিলেন লন্ডনের ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক। ইসলাম প্রচারে ও বৃটিশ ও ইউরোপীয় খ্রিস্টানদের ইসলাম ধর্মে দীক্ষিত করার কাজে ও বিশ্ব -মুসলমানদের ঐক্য প্রচারে তাঁর ভূমিকা ছিল পথিকৃতের।
বইটির মুদ্রিত সংখ্যা এদেশে নিঃশেষ হয়ে যাওয়ায় অনেক খোঁজাখুজির পর এক পুরনো পারিবারিক বন্ধুর কাছে স্কটল্যান্ড থেকে একটি কপি কোনোক্রমে জোগাড় করতে সক্ষম হলাম।
আমি M/S. Luzac

মুস্তাফা জামান আব্বাসী (জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৩৬) একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক অধ্যাপক ও গবেষক। তিনি লোক সঙ্গীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের কনিষ্ঠপুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন এবং লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি ফেলোশিপ। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির "কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দীন আহমদ গবেষণা ও শিক্ষা কেন্দ্র" এর গবেষক। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি ২০১৩ সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তার বোন ফেরদৌসী রহমান একজন সুরকার ও সঙ্গীতশিল্পী। আব্বাসী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মুহম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খাঁর নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন। তিনি মোট ৫০টি বই রচনা/সম্পাদনা করেন। তিনি ভাওয়াইয়া গানের উপর দুটি বই প্রকাশ করেন যার মধ্যে ১২০০ গানের উল্লেখ রয়েছে। তিনি আমার ঠিকানা এবং ভরা নদীর বাঁকে টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। অনুষ্ঠান দুটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ