এই গল্প একজন কামলা আসগর আলীর। পেশায় অতি সাধারণ কামলা, অথচ শরীর জুড়ে বর্তমান শত শত বছর পুরানো তিমি শিকারি জীবনের ক্ষত।
এই গল্প মানসিক ব্যাধিতে আক্রান্ত এক বিশ্ব খ্যাত চিত্র নায়িকারও, যার দাবী সে জন্ম গ্রহণ করেছে টাইগ্রিস- ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অববাহিকার কোনও এক প্রাচীন নগরে … ১১০০ খ্রিস্টাব্দের কোনও এক সময়ে।
পৃথিবীর দুটি প্রান্তের দু জন মানুষ, অথচ কোথায় যেন অদ্ভুত এক মিল। কিন্তু মিলটা কোথায়?
সবুজ… বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে নিভৃতে বেড়ে ওঠা এক সুপুরুষ তরুণ, যার নীল চোখ আর শুভ্র ত্বক বলে দেয় যে এই মাটি হতে সে জন্ম গ্রহণ করেনি।
আছে একটি তরুণীও। নিজের মাঝে ক্রমশ পরিবর্তন গুলো নিয়ে ভীত- শঙ্কিত- আতঙ্কিত যার দিন যাপন এখন… তবে কি ড. ডেল এর ধারনাই সঠিক?
এই পৃথিবীতে মানব প্রজাতির সমান্তরালে অস্তিত্ব আছে অপর একটি ক্ষমতাবান প্রজাতির?
… সব মিলিয়ে আপাতত এই টুকুন “অবমানব” এর কাহিনী।