অর্তনিশ

৳ 150.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

সম্পর্ক…
বড় আশ্চর্য একটা জিনিস এই সম্পর্ক। জীবন চলার পথে অনিবার্য, আবার কখনও এর কারণেই থমকে যায় জীবনের গতি। সুখ-দুঃখ হাশি-কান্না-আনন্দ-বেদনা সব কিছুরই নেপত্থের কারণ সম্পর্ক নামক এই রহস্যময় বন্ধন। কখনো যা পরম মমতায় আঁকড়ে ধরে রাখে হাত, কখনও বা প্রাণঘাতী হয়ে ঠেলে দেয় গহীন অন্ধকারে। আবার কখনও হয়ে দাঁড়ায় বেঁচে থাকবার একমাত্র কারণ।

সম্পর্ক…
কি থাকে সম্পর্কের ওপারে? আকর্ষণ, মোহ, প্রেম… আবার তারপর বিচ্ছেদ বিরহের সকল দূরত্ব রেখা অতিক্রমের পরেও কি করে টিকে থাকে কিছু সম্পর্ক? কি নাম তাদের? আর কি-ই বা থাকে সেই সমস্ত সম্পর্কের বিপরীত প্রান্তে?

জন্ম সূত্রে পেলেই যেমন সমস্ত বন্ধন দৃঢ় হয়না, তেমনি জীবন পথে চলতে চলতে পাওয়া সব সম্পর্কই যে ঠুকনো হবে তাও নয়। বন্ধন ভাঙ্গে, বন্ধন গড়ে। সম্পর্ক কাঁদায়, সম্পর্ক হাসায়, সম্পর্ক উপেক্ষাও করে। আর এই ভাঙ্গা গড়ার নিত্য খেলার মাঝে কিছু সম্পর্ক এমনও থাকে, যাদের না থাকে কোনও নাম আর না থাকে কোনও স্বীকৃতি। অথচ হাজার চাইলেও অস্বীকারের উপায় নেই, শত চেষ্টাতেও ভেঙ্গে ফেলবার পথ নেই, ভীষণ টানাপোড়নেও ছিন্ন হবার শঙ্কা নেই।

কাটলে কাটে না, ছিঁড়লে ছিঁড়ে না, ভাঙ্গলে ভাঙ্গে না…কেবল পোড়ায় নিজেকে নিদারুণ নির্মমতায়- ঠিক তেমনই একটা সম্পর্কের গল্প “অর্তনিশ”। …

সমাপ্তি থেকে শুরু হওয়া একটা অন্যরকম গল্প।

Rumana Bayshakhi
অনেকে রসিকতা করে বলেন, বয়সকে অতিক্রম করেছেন তিনি- তাঁর লেখায়। তিনি রুমানা বৈশাখী। জন্ম ঢাকায়, ১২ মে ১৯৮৫।
ঢাকায়ই বেড়ে ওঠা । পড়ালেখাও । স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন। নেশার বশে শুরু করলেও এই সৃজনশীল পেশাটিকেই অবলম্বন করে বেঁচে আছেন, এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন ।
কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলো ও ছায়া-র সহকারী সম্পাদক হিসেবে । নারী বিষয়ক পত্রিকা পারিতেও তিনি সহকারী সম্পাদক ছিলেন। বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কম-এর এডিটর ইন চার্জ পদে, কাজ করছেন লাইফস্টাইল জার্নালিজম নিয়ে। একই সাথে পরিচালনা করছেন প্ৰিয় আনসারের মতো একটি পরামর্শ সাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তালে, স্বাচ্ছন্দ্যে। খুব অল্প বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যাটা বেশ ভারী।
সিনেমা ও নাটকের বৈচিত্র্যময় জগতেও পা রেখেছেন আগেই। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা একাধিক নাটক।লিখেছেন শর্ট ফিল্ম। তাঁর জীবনে একটিই মাত্র লক্ষ্য। লিখতে থাকা ও ভালো লেখার চেষ্টা করে যাওয়া।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ