দুঃসময়ের জন্য অর্থ সঞ্চয় করা প্রতিটি ব্যক্তির জন্য অত্যাবশ্যক, অর্থ সম্পদ উৎসর্গ করেও প্রতিটি ব্যক্তিরই উচিৎ নিজের সহধর্মিণীকে রক্ষা করা, কিন্তু অতি অবশ্যই একজন ব্যক্তিকে তার ধনসম্পদ এবং স্ত্রীকে পরিত্যাগ করতে হলেও নিজের আত্মার পরিশুদ্ধতা সর্বাগ্রে রক্ষা করা উচিৎ। কেয়া ফুলের অভ্যন্তরে সর্প বাস করে, এ ফুল থেকে কোনাে সুস্বাদু ফলও উৎপাদিত হয় না, এর পাতাগুল্ম কণ্টকিত, কাদাজলে এর বসবাস এবং খুব সহজে এ ফুলের সান্নিধ্যেও যাওয়া যায় না। তারপরও এর ব্যতিক্রমধর্মী সুগন্ধী মানুষকে মােহিত করে, আত্মীয়ের মতাে একাত্ম করে। কেয়া ফুলের মতাে মানুষের একটিমাত্র অনন্য উৎকর্ষ অনেক মন্দ দিক আচ্ছাদিত করে দিতে পারে।
অন্ধত্ব নিয়ে যারা জন্মগ্রহণ করেন তারা দেখতে পান না। একইভাবে তারাও অন্ধ যারা কামুকতার বেড়াজালে আবদ্ধ। অহঙ্কারী মানুষের মন্দ কিছু প্রত্যক্ষণের ক্ষমতা থাকে না এবং যারা সম্পদ অর্জনের জন্য নতজানু হয় তারা কখনও তাদের ক্রিয়াকর্মে পাপ দেখতে পায় না।